চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ২-০ গোলের হারের কারণে ম্যানসিটির সরাসরি শেষ ষোলোতে খেলার সম্ভাবনা ম্লান হয়ে গেছে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে সরাসরি খেলতে চাইলে সেরা ৮ দলের মধ্যে থাকতে হবে সিটিকে। তবে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিটি নেমে গেছে ২২তম অবস্থানে। তবে সেরা ২৪ দলের মধ্যে থাকতে পারলে প্লে-অফ খেলে শেষ ষোলোতে যেতে পারবে তারা।
সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা সিটি।
বুধবার (১১ ডিসেম্বর) সুদিন ফেরানোর আশায় ইতালির তুরিনে খেলতে যায় সিটি। সুদিন তো দূরে থাক, ইতালি থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে।
ম্যাচের ৫৩ মিনিটে জুভেন্টাসের হয়ে প্রথম গোলটি করেন দুসান ভ্লাগোবিক। ৭৫ মিনিটে ওয়েস্টন ম্যাকেনির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান সিরিআর ক্লাবটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে তারা। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে জুভেন্টাস ১৪তম অবস্থানে আছে।
ম্যাচে গোল করতে না পারলেও দারুণ কিছু সুযোগ পেয়েছিল ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনার দারুণ পাসে বল পেয়েও জুভেন্টাসের জাল খুঁজে বের করতে পারেননি আরলিং হালান্ড। নরওয়েজিয়ান তারকার শট রুখে দেন স্বাগতিক দলের গোলরক্ষক মিচেলে ডি জর্জিনো। এ ছাড়া ম্যানসিটির মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানের একটি রকেট শটও জুভেন্টাস গোলকিপার প্রতিহত করেন। ফলে শেষ পর্যন্ত ম্যানসিটিকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়।