
সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।এবার পাশের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার (১৪ ডিসেম্বর) বিকালে এই ফল প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও https://result.dghs.gov.bd থেকে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
অনলাইনে যেভাবে মেডিকেল পরীক্ষার ফলাফল দেখা যাবে
স্বাস্থ্য অধিদপ্তর-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি আপনার MBBS ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
ধাপ ১: প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services – DGHS) ভিজিট করুন।
ধাপ ২: ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করুন।
ধাপ ৩: নির্ধারিত স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বর (Admission Roll Number) দিন।
ধাপ ৪: ‘Result’ বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
ধাপ ৫: সেখান থেকে আপনি আপনার ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন।
মেরিট লিস্টের পিডিএফ
স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ কপিও প্রকাশ করবে। সেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। এই পিডিএফ পাওয়া যাবে result.dghs.gov.bd এই লিংকে।
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন পদ্ধতি
ফল পুনঃনিরীক্ষণের জন্য শুধুমাত্র মোবাইল এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যায়:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: DGHS RSC <Roll Number> এটি ১৬২২২ নম্বরে পাঠান
প্রথম এসএমএস পাঠানোর পর আপনার নম্বরে একটি পিন (PIN) নম্বরসহ ফিরতি মেসেজ আসবে।
এবার দ্বিতীয় এসএমএসে আবেদন নিশ্চিত করতে টাইপ করুন: DGHS RSC YES <পিন নম্বরটি>
পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ১০০০ টাকা ফি আপনার ফোন থেকে কেটে নেওয়া হবে।

