মুন্সীগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সীগঞ্জ শহরে শ্রমিক নুর মোহাম্মদ ওরফে ডিপজল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৬ শতাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯ টার দিকে সদর থানায় এ মামলা দায়ের করেন নিহতের নানী শেফালী বেগম। মামলায় ৩১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়।
ছোটখাটো দুর্নীতিজাজদের ধরলেও প্রভাবশালীধের বেলায় চুপছোটখাটো দুর্নীতিজাজদের ধরলেও প্রভাবশালীধের বেলায় চুপ
মামলার অন্যতম আসামিরা হলেন- মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ-৩ আসনের আরেক সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক রিয়াজুল ফরাজী নিহতের ঘটনায় গত ২০ আগষ্ট সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ৫০০ জনকে আসামী একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
গত ৪ আগষ্ট জেলা শহরের থানারপুল এলাকায় আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে রিয়াজুল ফরাজী (৩৮), ডিপজল (১৯) ও মো. সজল (৩০) নিহত হয়। এদের সবার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। নিহত ৩ জনই শ্রমিক ছিলেন।