নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুব মহিলা লীগের সহ সভাপতি জাকিয়া পারভিন মনি এমপি, যুব মহিলা লীগের সহ সভাপতি মমতা হেনা লাভলী এমপি, যুব মহিলা লীগের সহ সভাপতি শিরিনা নাহার লিপি, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদ শারমিন সুলতানা লিলিসহ যুব মহিলা লীগের নেতা-কর্মীরা ও ঢাকা-১৮ আসনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমা আক্তার বলেন, আওয়ামী লীগের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত, তিনি যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো । তবে তাকে মনোনয়ন দেয়া হলে তিনি জয়ী হবার ব্যাপারে আশাবাদী ।

২০০২ সালে নাজমা আক্তারের হাত ধরে যাত্রা শুরু করে যুব মহিলা লীগ। ২০১৪ সালের ৫ মার্চ সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নাজমা আক্তারকে সভাপতি ও অপুকে উকিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নাজমা আক্তার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যও ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। গত ৯ জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে আসনটি শূন্য হয়।