আবারো বাড়ছে ব্রহ্মপুত্র ও যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি । উত্তর-মধ্যাঞ্চলের অনেক এলাকা এতে নতুন করে বন্যার কবলে পড়ছে । বিপর্যস্ত হয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা।
গাইবান্ধায় নদীতে পানি বাড়ছে। বন্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে বন্যা আতঙ্কে তীরবর্তী মানুষ। ফরিদপুর ও রাজবাড়ীতে বন্যার পানি নেমে গেলেও রাস্তায় এখনো রয়ে গেছে ক্ষত চিহ্ন। এছাড়া বন্যার কারণে নষ্ট হয়েছে সাত উপজেলার ১৫ হাজার হেক্টর ফসলি জমি। পানিতে কৃষকরা মাঠে নামতে না পারলেও চলছে প্রস্তুতি।
মৌসুমি বায়ুর প্রভাবে গত দুইদিন ধরে আবার পদ্মা-যমুনার পানি বাড়ছে। পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের অভ্যান্তরীণ নদ-নদীর মাধ্যমে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জেলার দৌলতপুর, হরিরামপুর ও শিবালয় উপজেলার চরাঞ্চলে বসবাস করা মানুষের মধ্যে আবার দুর্ভোগ দেখা দিয়েছে।