ইন্টারন্যাশনাল ডেস্ক: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর ফিলিস্তিনের গাজার খান ইউনিস শহরের আল নাসের হাসপাতালে এখন পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক নাহেদ আবু তাইমা।

তিনি বলেছেন, ‘আমরা অসহায় বোধ করছি। হাসপাতালে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

ইসরায়েলি বাহিনী হাসপাতালে আশ্রয় নেওয়া রোগী ও তাদের স্বজনদের আটক করছে উল্লেখ করে তিনি বলেন, ‘রোগীদের আমরা হাসপাতালের পুরনো ভবনে পাঠাতে বাধ্য হয়েছি।’

আল নাসের হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অক্সিজেনের স্বল্পতায় আইসিইউয়ে থাকা রোগীরা বৃহস্পতিবার রাত তিনটা থেকে মৃত্যুর প্রহর গুনছেন। এ অবস্থায় আমরা নিজেদের অসহায় বোধ করছি। প্রতি মুহূর্তে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাদের কোনো ধরনের চিকিৎসা দিতে পারছি না।’