বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। তাই তৃতীয় ম্যাচটি বাংলাদেশের সম্মানরক্ষার শেষ সুযোগ সেই লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে টাইগাররা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৬টায় শুরু হবে ম্যাচটি।

আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এই ম্যাচ বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। টি স্পোর্টসের পাশাপাশি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে নাগরিক টিভি।

অনলাইনেও খেলা দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। এ জন্য তাদের চোখ রাখতে হবে ট্যাপম্যাডে। আফগানিস্তানে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত আফগানের মাধ্যমে খেলা দেখা যাবে।

এছাড়া পাকিস্তানের দর্শকরা পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপারের মাধ্যমে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সরাসরি উপভোগ করতে পারবেন। দেশটিতে ডিজিটাল প্লাটফর্ম তামাশা ও মাইকোতে খেলা দেখা যাবে। এছাড়া ভারতে খেলা দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে।

এর বাইরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখানো হবে। অর্থাৎ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া অন্যান্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ইউটিউবেই এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন।