স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের খেলোয়ার নাহিদ রানা আর হাসান মাহমুদকে রুখতে পারল না পাকিস্তান। গতির সামনে গড়তে পারেনি কোনো প্রতিরোধ। স্বাগতিকরা গুটিয়ে গেছে সাধ্যের মাঝেই। এবার দেখেশুনে ব্যাট করতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে পাবে টেস্ট সিরিজ জয়ের স্বাদ।

জোড়া উইকেট নিয়ে আগেরদিনই বাংলাদেশকে চালকের আসনে বসান হাসান মাহমুদ। আজও জ্বলে উঠেন তিনি। যোগ্য সঙ্গ দেন নাহিদ রানা। দুজনের বোলিং তোপে ছন্নছাড়া পাকিস্তানের ইনিংস শেষ হয় ৪৬.৪ ওভারে ১৭২ রানে। লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য ১৮৫ রান।

সোমবার (২ সেপ্টেম্বর) ৩.৫ ওভারে উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্রুত ব্যাট চালিয়ে সেই রান ৪৭-এ নিয়ে যান সাইম আইয়ুব ও শান মাসুদ। এরপরই বাংলাদেশকে দিনের প্রথম উপলক্ষ এনে দেন তাসকিন। ফেরান সাইমকে। আউট হবার আগে করেন ৩৫ বলে ২০ রান।

বাবর আজম আর শান মাসুদের জুটি জমে উঠতে দেননি নাহিদ রানা। দিনে নিজের প্রথম ওভার করতে এসে ফেরান পাকিস্তান অধিনায়ককে। ৩৪ বলে ২৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন শান মাসুদ। ছন্দ পেয়ে যায় বাংলাদেশ।

পঞ্চম উইকেটও আসে নাহিদ রানার হাত ধরেই। পরের ওভার করতে এসে প্রথম বলেই ফেরান বাবর আজমকে। ১৮ বলে ১১ করে সাদমান ইসলামকে ক্যাচ দেন তিনি। একই কায়দায় পরের বলেই ফিরতে পারতেন মোহাম্মদ রিজওয়ানও। তবে এবার ক্যাচ নিতে পারেননি সাদমান।

তবে এক ওভার পর সৌদ শাকিলকে ফিরিয়ে সেই আক্ষেপ দূর করেন নাহিদ রানা। ষষ্ঠ উইকেটের দেখা পায় বাংলাদেশ। ২১ ওভারে ৮১ রানে হারায় ৬ উইকেট। তবে এরপর আগা সালমানকে নিয়ে জীবন পাওয়া সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন রিজওয়ান।

তাদের জুটিতে ৫৫ রান যোগ হয়। এরপর জোড়া আঘাত আনেন হাসান মাহমুদ। ৩৬.৫ ওভারে ফেরান গলার কাঁটা হয়ে উঠা রিজওয়ানকে। ৭৩ বলে ৪৩ রানে আউট হন তিনি। পরের বলেই মোহাম্মদ আলিকে ফেরান হাসান। আর ৪২তম ওভারে আবরারকে নাহিদ ফেরালে ১৪৫ রানে ৯ উইকেট হারায় পাকিস্তান।

সেখান থেকে আগা সালমান শেষ উইকেটে যোগ করেন আরো ২৭ রান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইনিংস সেরা ৪৭ রানে। বিপরীতে মীর হামজাকে ফিরিয়ে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন হাসান মাহমুদ। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাহিদ রানাও, তার শিকার ৪ উইকেট। অন্যটা তাসকিনের।

উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টসে হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭৪ রান তুলে স্বাগতিকরা। জবাবে ২৬২ রান নিয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১২ রানের লিড পায় পাকিস্তান।