পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেই দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ চলছিল। তবে গত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর ঝুঁকি বিবেচনায় আইপিএল স্থগিত করা হয়। এ ছাড়া রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর পাকিস্তানের পিএসএলের ভবিষ্যৎ নিয়েও দেখা দেয় শঙ্কা।
নতুন খরব হচ্ছে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় আবারও মাঠে গড়াচ্ছে খেলা। প্রশ্ন উঠছে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের ম্যাচটি নিয়ে। পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলার সময় পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট হয়ে যায় ধর্মশালা। ১০.১ ওভার হওয়ার পর বন্ধ করে দিতে হয় খেলা।
আইপিএলের নতুন সূচি অনুযায়ী সেই ম্যাচ আবার মাঠে গড়াবে আগামী ২৪ মে। তবে খেলা কি আবার প্রথম থেকে শুরু হবে? না কি যতটা হয়েছে, তারপর থেকে হবে ম্যাচ? প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেটমহলে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পাঞ্জাব-দিল্লি ম্যাচ আবার টস থেকে শুরু হবে। অর্থাৎ আগে যে পর্যন্ত খেলা হয়েছিল, সেটি ধরা হবে না।
গত ৮ মে ধর্মশালায় বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয়েছিল কিছুটা দেরিতে। ম্যাচের ১০ ওভার ১ বলের খেলা শেষে হুট করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপর ম্যাচটি বন্ধ হয়ে যায়। ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, নিরাপত্তা শঙ্কায় স্টেডিয়াম খালি করার নির্দেশ দেয় আইপিএল কর্তৃপক্ষ। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়।