
বঙ্গবন্ধু মানুষ-প্রকৃতি মিলিয়ে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন সংসদ ভবন প্রাঙ্গণে ধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষ এবং প্রকৃতি মিলিয়ে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সংসদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান রেসকোর্সের ময়দান ছিল। সেখানে ঘোড়দৌড়ের বাজি ধরা হতো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা বাতিল করে দেন। রেসকোর্সের ময়দানকে তিনি সোহরাওয়ার্দী উদ্যান বানিয়েছিলেন, সেখানে তিনি নারকেল গাছের চারা রোপণ করেছিলেন। সেই রেসকোর্স ময়দান আজকে উদ্যানে পরিণত হয়েছে। যার ফলে ঢাকাবাসী এখন স্বাস্থ্যকর একটি পরিবেশ পেয়েছেন।
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু উপকূলে গিয়ে ঝাউ গাছের চারা লাগিয়েছিলেন। সেই ঝাউগাছ বর্তমানে আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। বঙ্গবন্ধু বলেছিলেন, সুন্দরবন যদি রক্ষা না হয় তাহলে বাংলাদেশ রক্ষা হবে না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একজন প্রকৃতিপ্রেমিক ছিলেন। প্রকৃতির প্রতি তার যথেষ্ট ভালোবাসা ছিল। বঙ্গবন্ধু যখন আব্বাস উদ্দিনের সাথে নৌকায় যাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন, নদীর ঢেউগুলো যেন তার গান শুনছে। বঙ্গবন্ধু এমন একজন মানুষ যিনি সবসময় প্রকৃতির সাথে ছিলেন। বঙ্গবন্ধু মানুষ এবং প্রকৃতি মিলিয়ে সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন।

