চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার কাছে চূর্ণ-বিচূর্ণ হয়েছে ভারত। এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বক্সিং ডে টেস্টকে ঘিরে। তবে দ্বিতীয় টেস্টেও ভারতকে বিধ্বস্ত করবে স্বাগতিক অস্ট্রেলিয়া। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ওয়ার্ন।

শেন ওয়ার্ন বলেন, ‘আগের টেস্টের লজ্জার হারের ঘোর এখনও কাটাতে পারেনি সফরকারী ভারত। তার ওপর অধিনায়ক কোহলির অনুপস্থিতি তাদের ভোগাবে বেশ। এমন অবস্থায় অজিদের হারানো রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে।’

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। সে ম্যাচে বিরাট কোহলিদের ৮ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট তিনদিনের মধ্যেই জিতে নেয় অস্ট্রেলিয়া।

প্রথম টেস্টের পর ভারতীয় দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। চোটের কারণে পেসার মোহাম্মদ শামি ছিটকে গেছেন দল থেকে। তার না থাকা ভারতের জন্য বড় ক্ষতি বলে মনে করেন ওয়ার্ন।

বড়দিনের পরদিনই মেলবোর্নে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে এই দুই দল।