ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমাম হোসাইন ফেসবুকে ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোববার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে ‘আল-বিদা’ লিখে স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী।

ইমাম হোসাইনের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়। তিনি বিশ্ববিদ্যালেয়ের কবি জসীম উদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

কবি জসিম উদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। সে তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছে।

আত্মহত্যা করার আগের দিন আল বিদা লিখে সাথে একটি ভাঙ্গা লাভ ইমোজি দিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন ইমাম হোসাইন।

বন্ধুদের কাছ থেকে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ছিলেন। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা সবার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমরা রিলায়েবল সোর্স থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছি। সত্যি যদি এটি হয়ে থাকে তাহলে একটি মর্মান্তিক এবং সাংঘাতিক বেদনাদায়ক।

তার আত্মহত্যার পূর্বে ফেসবুক পোস্টগুলো তুলে ধরা হলো:

Imam Hossain
সর্বশেষ পোস্ট:
আল-বিদা💔

আগস্ট ১৫.২০২০
সিলিংয়ে ঝুলে গেল সত্তা, নাম দিলে তার আত্মহত্যা’💔

আগস্ট ১৫.২০২০
বিশ্বসংসার তন্ন-তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলপদ্ম।তবুও কেউ কথা রাখেনি’🖤

আগস্ট ১৪.২০২০
বহুদূর বহুদূর যেতে চাই’🖤 (বলে একটি মেয়েকে নিয়ে পোস্ট করেছে, যে মেয়েকে সে নিজেই ভর্তি করিয়েছে, বিশ্ববিদ্যালয়ে। তাকে গিফট দিতে নিজের রক্ত পর্যন্ত বিক্রি করেছে। এমন একটা কমেন্ট করেছে তার এক ফ্রেন্ড)।

আগস্ট ১১.২০২০
কতদিন পেরিয়ে গেলো দেখিনি তোমায়; শুনিনি তোমার কন্ঠস্বর কিংবা বুলি’🖤(এর মাঝের বিভিন্ন দিনে সে বিভিন্ন স্যাড গান পোস্ট করেছে)।

আগস্ট ০৯.২০২০
ফিরে আসো না😥

আগস্ট ০৮.২০২০
ইদানীং আত্মহত্যা একটা আর্ট হয়ে গেছে। কে কতটা শৈল্পিকভাবে সত্তা ঝুলিয়ে দিতে পারে😑

আগস্ট ০৭.২০২০
পৃথিবী জুড়ে শুধু লাশের গন্ধ পাচ্ছি!

আগস্ট ০৬.২০২০
আহা! যদি মৃত্যুর পর মানুষ দেখিতে পারিত ‘তাঁহার মৃত্যুতে কার কতটুকু আহাজারি কিংবা সুখবোধ।’এ স্বাদ আস্বাদনের জন্য হলেও ‘মৃত্যু প্রযোজ্য’।

আগস্ট ০৫.২০২০
অনিয়ম অবিচারের রোষানলে পড়ে যদি আমার মৃত্যু হয়; তবে তার দায়ভার কে নিবে?

আগস্ট ০৩.২০২০
অতি সুন্দর ঘর বান্ধিয়া মন রইয়াছো ঘুমায়া😑

আগস্ট ০৩.২০২০
মৃত মানুষের মতো মনে হচ্ছে তো? হ্যাঁ/না।রাত(১২ঃ৫৭) (এখানে তার ছবি সংযুক্ত ছিল)

আগস্ট ০২.২০২০
আজকাল মানুষ ‘ওয়াদা’ দেওয়াকে ডালভাত মনে করে।কিন্তু নবী-রাসুলের যুগে ‘ওয়াদা’ রক্ষার্থে তাঁরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও লড়ে যেত।

জুলাই ৩১,২০২০
গোলাপের মাঝেই না হোক গল্পটা অব্যক্ত থাকুক প্রিয়;
ভালো থেকো; সুস্থ থেকো পৃথিবীর যেখানেই থেকো’🖤

জুলাই ৩০,২০২০
ইনশাআল্লাহ ‘একদিন আব্বু-আম্মু আর সাথে তোমায় নিয়ে আমিও পবিত্র মক্কা ভূমিতে গিয়ে হজ্ব পালন করে আসবো।’🖤

জুলাই ২৯,২০২০
‘Girl’ You are every woman in the world to me’🖤

জুলাই ২৮,২০২০
তুমি যেই ভালোবাসা পেয়ে অবহেলা করছো; আমি সেই ভালোবাসা পেলে আমৃত্যু আগলে রাখতাম প্রিয়’🖤

জুলাই ২৪,২০২০
তোমাকে পাবো পাবো ভেবেই আত্মহত্যার তারিখটা পিছিয়ে দিই।

জুলাই ১৯,২০২০
হায়রে মানুষ😥

জুলাই ১৭,২০২০
Allah knows better What’s happening in one inner.’🖤

জুলাই ১৩,২০২০
Probably-
DEATH is more powerful than LIFE😑

জুলাই ১২,২০২০
বাবার কাঁধে সন্তানের মৃত্যু’ভার যতটা কষ্টের কিংবা যন্ত্রণাদায়ক; অন্যের উপর মৃত্যুর দায়’ভার না পরাটা ততোটা’ই সুখকর।

জুলাই ১১,২০২০
এ দেশের মানুষ নিজের সুখের থেকে অন্যজনের দুঃখ দেখে বেশি আনন্দ উপভোগ করে।

জুলাই ০৭,২০২০
সে কি জানে কতটা প্রতীক্ষায় চোখ পাথর হয়!!!
কত অভিমানে দৃষ্টি ফিরে যায়; মন নিশ্চল হয়!!!

জুলাই ০৫,২০২০
আমি তোমাতে আজীবন অমরত্ব লভিয়াছি!(আল্লাহ ভরসা)’🖤

জুলাই ০১,২০২০
অভিশাপ না দিলেও “রুহের হায়” বলে একটা কথা আছে,যাকে “Revenge of Nature” বলে।কোরআন-এর ভাষায় যেটা“কিফারাহ্”।এ সম্পর্কে বেশ কয়েক বার বলা আছে কোরআনে।যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি!কাউকে কষ্ট দিয়ে,কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা।কিন্তু প্রকৃতি ভুলে না,ক্ষমা করে না!
এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছেন,সে হয়তো প্রতিবাদ করবে না! কিন্তু তার ওই কষ্ট থেকে আসা ‘রুহের হায়’ আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠকান না,তিনি কারোর একার না!🙂
The Beauty of DU campus’

জুন ৩০,২০২০
গতবছরও বলেছিলাম;এ বছরেও বলছি- আল্লাহর রহমতে ৪৫তম বিসিএসে আমি’ই ফার্স্ট হবো’🖤

জুন ২৪,২০২০
Depression is so Dangerous. Still, No one cares it until committed Suicide😑

জুন ২৪,২০২০
মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ‘সিদ্ধান্ত’🖤

জুন ২৩,২০২০
সবার কাছে দোয়া চাচ্ছি প্রিয়’র দ্রুত আরোগ্য লাভের জন্য🤲

ফেসবুক লিংক: https://www.facebook.com/profile.php?id=100013943341974