বলিউডের কিং বা বাদশা বলা হয় শাহরুখ খানকে। কেননা বলিউডের সিংহাসনটি তার দখলে। তবে ছোটবেলা থেকেই ফেমাস শব্দটা নাকি শাহরুখের কাছে চাঁদ ধরার মতো ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে জীবন দর্শন নিয়ে বলতে গিয়ে তিনি কথা জানান।

শাহরুখ বলেন, আমি খুবই সাধারণ পরিবারের বড় হয়েছি। তাই জানি সাফল্য ব্যাপারটা কতটা দামি। ছোটবেলা থেকে ফেমাস শব্দটা আমার কাছে চাঁদ ধরার মতো ছিল।

তিনি বলেন, আজ যেখানে আছি আমি, তা একমাত্র আমার সাফল্য নয়। একার দ্বারা সম্ভবও ছিল না। বরং প্রচুর মানুষের সাহায্যেই এই জায়গাটা করতে পেরেছি। তাই মনে করি, এই সাফল্য আমার প্রাপ্য নয়। বরং যারা আমাকে এগিয়ে দিয়েছি, তাদেরও।

তিনি আরও বলেন, কখনও যদি ব্যর্থতা আসে, তাহলে নিজের অফিস বা কাজকে দোষ না দিয়ে ইকোসিস্টেমকে বুঝতে হবে। ঠিক কোথায় ভুল হচ্ছে, তা দেখতে হবে। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব।

বলিউড বাদশা বলেন, আমার একটার পর একটা ছবি যখন ফ্লপ হচ্ছিল, তখন বাথরুমে বসে কাঁদতাম। প্রথমে মনে হতো, এই পৃথিবীর সমস্ত লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে বিষয়টা এটা নয়। নিজের ভুলগুলো ঠিক করে এগিয়ে গেলেই সাফল্য সম্ভব।