ক্রিকেটাররা দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছেন । মুশফিকুর রহিম, ইমরুল কায়েসসহ ১১ জন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্বাবধানে একক অনুশীলনে ফিরেছেন। দেখা যায়নি তামিম ইকবালকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বেশ কয়েকদিন ধরে পেটের পীড়ায় ভুগছেন। এর চিকিৎসার জন্য আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন তিনি।
করোনাভাইরাসের প্রভাব বাড়ার পর লাইভ আড্ডায় দেশ-বিদেশের ক্রিকেট তারকাদের সঙ্গে মেতেছিলেন তামিম। কয়েকদিন আগে দফায় দফায় পেটে ব্যথা অনুভব করেছেন। এরই মধ্যে ঢাকায় সিটি স্ক্যানসহ নানা টেস্ট করিয়েছেন। যদিও রিপোর্টে কোনও সমস্যা খুঁজে পায়নি চিকিৎসকরা।তাই লন্ডনে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলে এ নিয়ে আলোচনা করেছেন।
গণমাধ্যমকে তামিম জানিয়েছেন, চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। ঝুঁকি না নিয়ে লন্ডনে চিকিৎসদের স্মরণাপন্ন হতে চাচ্ছেন তিনি। আর আগামী ২৫ জুলাই ঢাকা ত্যাগ করবেন দেশসেরা এই ওপেনার। করোনার কারণে আপাতত পরিবারে কেউ তার সঙ্গে যাচ্ছেন না।