পূজা চেরী হলো বাংলা চলচ্চিত্র জগতে কনিষ্ঠ অভিনেত্রী। শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও তিনি এখন বড় পর্দার পরিচিত মুখ। বাসা থেকে শুরু সব জায়গাতেই নায়িকার প্রতি ভক্তদের আগ্রহের কমতি নেই।
এদিকে গতকাল (মঙ্গলবার) নিজ বাসার বাথরুমে পড়ে গিয়ে মাথায় ও কপালে আঘাত পান। তার মাথার কয়েক ইঞ্চি কেটে গিয়ে সেকান থেকে রক্তপাত শুরু হয়। পরে বাসাতে তাকে চিকিৎসা দেয়া হয়। এরপর থেকে ব্যথানাশক ও ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে তাকে। তার মা ঝরনা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে বাথরুম থেকে বের হওয়ার এমন ঘটনা ঘটে। কিছুটা আঘাত কপালে লাগলেও মাথায় বেশ খানিকটা কেটে গেছে। এরপর প্রায় আড়াই ঘণ্টা লেগেছে তার রক্ত পড়া থামাতে। করোনাকাল ও মধ্যরাত হওয়ায় পূজাকে আর হাসপাতালে নিতে চাইনি। চিকিৎসকের সঙ্গে কথা বলে তার চিকিৎসা চলছে।
সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। নাম ‘হৃদিতা’। এতে পূজার সহশিল্পী এবিএম সুমন। এবারই প্রথম তারা জুটি হয়ে অভিনয় করবেন। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন ইস্পাহানী আরিফ জাহান।