টানা দুই দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানাগুলো পুনরায় চালু হয়েছে। তবে পরচুলা তৈরির কারখানা এভারগ্রিন লিমিটেড খুলবে শনিবার (৬ সেপ্টেম্বর)। বেপজা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল তিনটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত ইপিজেড বেপজা কার্যালয়ের হলরুমে শ্রমিক, কারখানা মালিক, বেপজা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পর কারখানা খোলার সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সাংবাদিকদের জানান, শ্রমিকদের যৌক্তিক দাবির বেশিরভাগই কারখানা মালিকরা মেনে নিয়েছেন। তাই বৃহস্পতিবার থেকে সব কারখানা খুলবে। এভারগ্রিনর সঙ্গে বেপজার কিছু চুক্তিগত প্রক্রিয়া বাকি থাকায় ওই কারখানাটি শনিবার থেকে চালু হবে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে বেপজার পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বারও কারখানা খোলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্দোলন নিয়ন্ত্রণে যৌথবাহিনী মাঠে নামলে সংঘর্ষ বাধে। এতে হাবিবুর রহমান হাবিব নামে এক শ্রমিক নিহত হন, আহত হন অন্তত ১ জন। পরে বিকেলের দিকে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর বুধবার (৩ সেপ্টেম্বর) ইপিজেডের সব কারখানা বন্ধ রাখা হয়।