নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলদারদের বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। এসময় বালু উত্তোলনকারী ড্রেজারসহ অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর এলাকায় এ অভিযান চালায় সংস্থাটি। দখলদাররা নোটিশ ছাড়া অভিযান পরিচালনার অভিযোগ করলেও বিআইডব্লিউটিএ বলছে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেই অভিযান পরিচালনা করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বাধার মুখে পড়েন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা।
নদীর জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে যুবরাজ সুপার মার্কেট। মঙ্গলবার দুপুরে এই মার্কেটের শতাধিক দোকান উচ্ছেদ করতে গেলে ভেকুর পথরোধ করে বাধা দেয় দখলদাররা। এক পর্যায়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে দখলদাররা উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখালে সেখানে অভিযান স্থগিত করা হয়।
ব্যবসায়ীরা বলেন, আমরা কেউই কিছু জানি না। নোটিশ ছাড়াই তারা অভিযানে এসেছে। আমরা তো রাস্তায় পরে যাবো তাহলে।
তবে উচ্চ আদালতে জবাব দিয়ে রিট নিষ্পত্তি করে আবারও নদীর জায়গা দখল করে নির্মাণাধীন মার্কেটে অভিযান চালানোর কথা জানায় বিআইডব্লিউটিএ।
এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, নদীর সীমানা পিলার নির্দিষ্ট করে আমরা আবারও অভিযান চালাবো। আইনগত সব প্রক্রিয়া শেষ করেই উচ্ছেদ চালানো হচ্ছে।
গত এক বছরে জেলার শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও মেঘনা তীরবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে প্রায় ২ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ২০ একর জায়গা দখলমুক্ত করেছে বিআইডব্লিটিএ।
করোনাকালে প্রায় ৯ মাস বন্ধ থাকার পর চলতি মাসে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ।