শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দলের জয় অব্যাহত রয়েছে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে বাংলাদেশ ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে জয় পেয়েছিল।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর বসবে। মূলত সে আসরের প্রস্তুতির জন্য বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এ সিরিজ খেলছে। ‘এ’ দলের মোড়কে মূলত বাংলাদেশের জাতীয় দল এ সিরিজে অংশ নিচ্ছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পি সারা ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৬ রান জমা করে বাংলাদেশ। জবাবে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় স্থানীয় দল।
পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের সামনে এখন আগেভাগে সিরিজ জয়ের সুযোগ। আগামী ১৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ। এ ম্যাচে জয়ে পেলেই বাংলাদেশ আগেভাগে সিরিজ জয় নিশ্চিত করবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ যথাক্রমে ১৭ ও ১৯ সেপ্টেম্বর।