মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন আরো ১৯ জন মানুষ এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮৪ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮৬ জনে।

এছাড়া একদিনে ৩ হাজার ৮৬৬ জন রোগী সুস্থ হয়েছেন, এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন হয়েছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চব্বিশ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যুর খবর জানা যায়, এছাড়া রোগী শনাক্ত হয় ১ হাজার ৮৬১ জন।