ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে আওয়ামী লীগ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশির আরও ২৬ জন দেশে ফিরেছেন। এ নিয়ে দুই দফায় ৪২ জন দেশে ফিরলেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানযোগে আরব আমিরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।

বিমানবন্দরে আগত ২৬ জন প্রবাসী বাংলাদেশিদের স্বাগত জানাতে ভিড় করেন স্বজন ও উৎসুক জনতা। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর পর সাংবাদিকদের সামনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।

আন্দোলনে সংহতি জানানো সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সে দেশের সরকার। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের ডেপুটি ডিরেক্টর শরিফুল ইসলাম বলেন, আগেই আমরা বিষয়টি তাদের আত্মীয়-স্বজনকে জানিয়েছিলাম। পরে তারা এসে বিমানবন্দর থেকে আরব আমিরাত থেকে ফেরাদের নিয়ে যান।

গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।