আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকং, চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।

দেশে এসেই সমর্থকদের উদ্দেশে এক ভিডিওবার্তা দিয়েছেন তিনি। হামজা বলেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা সফল হবো। ৯ তারিখ আমরা হংকংয়ের সাথে খেলতে নামবো। ইনশা আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।

রোববার বেলা ১১টার দিকে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন তাকে অভ্যর্থনা জানান। আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান হামজা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকেলেই দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে, মার্চ উইন্ডোতে প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে দেন হামজা। সিলেটে তার আগমনকে ঘিরে ছিল অভাবনীয় উন্মাদনা। জুন মাসেও হোম ম্যাচে মাঠে থেকে তাকে উৎসাহ দিয়েছেন হাজারো দর্শক। সেই সময় বাবা-মাকেও গ্যালারিতে দেখা গেছে।

তবে এবারের সফরে তিনি একাই এসেছেন। সূচি অনুযায়ী, ৯ অক্টোবর ঢাকায় ম্যাচ শেষে পরদিনই হংকং রওনা দেবেন তিনি। এরপর ১৪ অক্টোবর হংকংয়ে ম্যাচ খেলে ইংল্যান্ড ফিরে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ। গত ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একমাত্র গোলও করেন তিনি।

৯ অক্টোবরের ম্যাচে বাংলাদেশ জার্সিতে এটি হবে তার চতুর্থ ম্যাচ।