নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এদিকে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তনি তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। এরমাঝেই হুট করেই শোনা গেল ফের বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার।

স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশে। তবে বিয়ে নিয়ে মুখ না খুললেও সমালোচনা নিয়ে সরব হয়েছেন।

তনিকে সমর্থন জানিয়ে আফজার পরশিয়া নামের এক উদ্যোক্তা নিজের ফেসবুকে লিখেছেন, ব্যক্তিগতভাবে কাওকে কোনো রিপ্লাই দেওয়ার ইচ্ছা নেই। আপনাদের পরিবারে যখন কোনো মেয়ে বিধবা বা বিচ্ছেদ হয় আপনারা কি চান না সেই মেয়েটার আবার সংসার হোক? তাহলে তনি কিছু করলেই আপানদের এত খোঁচাতে হবে কেন? ওকে নিয়ে কথা বললে দুইটা ভিউ বেশি হয় এই জন্যে?

এরপর লেখেন, আর একটা কথা অনেকেই বলতেসেন ভাইয়ার সংসার নষ্ট করে ও ভাইয়াকে বিয়ে করেছে, ভাইয়ার আরও ৬ বছর আগেই ডিভোর্স হয়েছে। ওরা একটা হালাল সম্পর্কে আছে। আমরা আসলে কেমন হয়ে গেছি হালাল সম্পর্কের চেয়ে হারাম সম্পর্কগুলোকে বেশি অ্যাপ্রিসিয়েট করি। যাইহোক ওদের নতুন জীবনের জন্যে অনেক দোয়া করবেন। মানুষকে কষ্ট দিয়ে কথা বইলেন না। কালকে নিজে এই পরিস্থিতে পড়লে তখন মুখ দেখাতে পারবেন না।

এই পোস্টের মন্তব্যের ঘরে তনি লিখেছেন, দেশের সবার ডিভোর্সের সব দোষ আমার। জবাবে আফজার লেখেন, আল্লাহর সম্পর্ক ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহর হুকুমে একটি হালাল সম্পর্কে গেছো, এজন্য আপামনিরা ঘুমাতে পারছে না।

এদিকে তনির তৃতীয় স্বামী সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্য প্রবাসী। পড়ালেখা করেছেন সেখানকার যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ে। তার দেশের বাড়ি খুলনা।