দেখতে দেখতে দাম্পত্য জীবনের ছয়টা বছর পার করে দিলেন রণবীর সিং দীপিকা পাড়ুকোন। মাস দুয়েক আগেই মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। সম্প্রতি কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে মুম্বাই থেকে বিদেশে উড়াল দিয়েছেন তারা। তবে গন্তব্য অজানা থাকলেও এটা বোঝা গেছে যে এই বিবাহবার্ষিকীটা অন্যরকমভাবে পালন করার করতেই বেড়াতে গেছেন রণবীর-দীপিকা।
বিয়ের একবছরের মাথায় রণবীর সিং একবার বলেছিলেন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে আলাপ হওয়ার শুরু দিকে, ঠিক ৬ মাসের মধ্যেই তিনি ঠিক করে ফেলেছিলেন যে দীপিকাই তার সন্তানের মা হবেন। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা- রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। আর সম্পর্কের গড়াতেই ছয় মাস গড়াতেই ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে নেন অভিনেতা।
রণবীর বলেন, ‘মাত্র ছয় মাস হয়েছিল আমাদের সম্পর্কের, তখনই আমি জানতাম, দীপিকাই সেই নারী। যাকে আমি বিয়ে করব এবং যে আমার সন্তানদের মা হবে। যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে বুড়ো হতে পারব।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইটালিতে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন রণবীর-দীপিকা। তাদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানান ভক্ত-অনুরাগীরা।