শেখ হাসিনাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম। একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন, ‘বিএনপি অনেক টাকা বানিয়েছে। এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে।’ এটা শোনার পর তাঁর প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি বলে মন্তব্য করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল।
শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ৩১ মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলাম। সংবিধানের ৫৭ ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন তখনই পদত্যাগ চূড়ান্ত হয়ে যায়। উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না।
সোহেল তাজ বলেছেন, ‘আমেরিকা গিয়ে আমি তাঁকে ফোনে বললাম, আমার পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন।’ তখন আমাকে নানা অফার করা হয়েছে, দলীয় পদ-পদবি দিতে চাইলেন। রাজি হইনি। এক পর্যায়ে ফোনেই উনি গান গাওয়া শুরু করলেন। আমি হতবাক হয়ে যাই। গানটা ছিল এমন- ‘আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়ব না।’
দীর্ঘ সাক্ষাৎকারে সোহেল তাজ নানা বিষয়ে কথা বলেছেন। রাজনীতি থেকে কেন সরে গেলেন, আওয়ামী লীগের শোচনীয় অবস্থা, শেখ হাসিনার পালিয়ে যাওয়া, ছাত্র-জনতার বিপ্লব ইত্যাদি নানা বিষয়ে।