দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডের ভিতরে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে। এদিকে ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর শামিল হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই সিদ্ধান্তের অর্থ হবে সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের মাধ্যমে আগুন আরও তেল ঢালছে।

এই সিন্ধান্তের পর হোয়াইট হাউস এবং নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও মন্তব্য করেননি। তবে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করেছেন, প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছেন।’

তবে, এই নিয়ে বাইডেনের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি এবং শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত গ্রহণ করা নাও হতে পারে।

একজন প্রেসিডেন্টের মেয়াদের শেষ কয়েক মাসে এমন বড় সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক কি না, এমন প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাইডেন ‘বাইডেন চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন, তিন বছর দশ মাসের জন্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের মেয়াদের প্রতিটি দিন আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট নীতিগুলো কার্যকর করতেই ব্যবহার করব। পরবর্তী প্রশাসন যদি ভিন্ন সিদ্ধান্ত নিতে চায়, সেটা তাদের অধিকার।’

মিলার আরও বলেন, ‘এক সময়ে একজনই প্রেসিডেন্ট থাকেন। পরবর্তী প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর নিজের মতো সিদ্ধান্ত নেবেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রয়োজন নেই। মিসাইলই নিজের কথা বলবে।’