অনেক আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত ও বাতিল হয়েছে মহামারি করোনাভাইরাসের কারণে। এবার সে পথেই হাঁটলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর স্থগিত হয়েছে। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ টুর্নামেন্টের। তবে সংস্থাটি এ সিদ্ধান্ত দিতে বড্ড পানি ঘোলা করেছে । সিদ্ধান্তটির তিন মোড়লেই বিশ্বকাপ পিছিয়ে দিল।
সোমবার এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয় আইসিসি বোর্ড। দীর্ঘদিন ঝুলে থাকার পর বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত দিলো সংস্থাটি। এর আগেও বেশ কয়েকবার বোর্ড সভা করেও বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্তেই আসতে পারেনি আইসিসি।
নানা টালবাহানায় অনিশ্চয়তার মুখে পড়েছিল বিশ্বকাপের সিদ্ধান্ত। মূলত করোনাভাইরাসের প্রভাবের কথা বললেও প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলোর অদৃশ্য হস্তক্ষেপেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।
চলতি বছরের মার্চ থেকেই একের পর এক বৈঠকে বসেছেন আইসিসির শীর্ষ কর্তারা। তবে কোন সিদ্ধান্তে আসতে পারছিলেন না তারা। ক্রিকেট বিশ্বের গুঞ্জন, তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অনাগ্রহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারছিল না আইসিসি।
যদিও আইসিসির দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান শশাঙ্ক মনোহর দায়িত্ব নেয়ার পর এই তিন মোড়ল প্রথা ভেঙে দিয়েছিলেন। যার জন্য এই তিন দেশের ক্ষতি হলেও উপকার হয়েছে ক্রিকেটের। সমৃদ্ধ হয়েছে বিশ্ব ক্রিকেট।
মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ মাসের শুরুতেই পদত্যাগ করেন শশাঙ্ক মনোহর। আর তাতেই সিদ্ধান্ত নিতে সুবিধা হয় বাকি বোর্ড মেম্বারদের। এখন আবার সেই তিন মোড়ল মাথা চাড়া দিয়ে উঠার প্রস্তুতি নিচ্ছে।
৬ জুলাই অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানায়, অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য ঠিক হয়ে গেছে। হচ্ছে না এ বছরের নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এর আগে গত মাসে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সভাপতি আর্ল হেডিংস টুর্নামেন্ট স্থগিতের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, করোনা মহামারির মধ্যে এ টুর্নামেন্ট আয়োজন ‘অবাস্তব এবং খুব খুব কঠিন’।
মূলত অক্টোবরে বিশ্বকাপ খেলার পরিবর্তে আইপিএল আয়োজন করতে চায় ভারত। অস্ট্রেলিয়াও মনোযোগী বিগব্যাশ আয়োজনে। বিশ্বকাপের চেয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতেই বেশি আগ্রহী ইংলিশ ক্রিকেট বোর্ড। সবমিলিয়ে দোটানায় ভুগছিল আইসিসি।
অস্ট্রেলিয়ায় এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এরপর আগামী বছর আরো একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরের টুর্নামেন্টটা শেষ পর্যন্ত হবে কি না, এই প্রশ্নটা গত কয়েক মাসে বড় হয়ে উঠেছিল। আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুদিন সময় চেয়েছিল।
করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া এই টুর্নামেন্টের ক্ষতি পুষিয়ে নিতে আইসিসির বড় ইভেন্টগুলোর সূচি নতুন করে ঠিক করা হয়েছে আজকের সভায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা হবে আগামী বছর অক্টোবর-নভেম্বরে, ১৪ নভেম্বর ২০২১ ধরা হয়েছে ফাইনালের সম্ভাব্য তারিখ।
এরপর পরের বছর (২০২২) একই সময় হবে আরো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটির ফাইনাল হতে পারে ১৩ নভেম্বর।
আর ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে নেয়া হয়েছে ওই বছর অক্টোবর নভেম্বরে। ওই টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ নভেম্বর।