সারাদেশে আবারও আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৬ জন।

রোববার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারাদেশে যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের ৪ জনই ঢাকা সিটি করপোরেশনের বাসিন্দা। এদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটির এবং দুজন ঢাকা উত্তর সিটির। বাকিদের মধ্যে একজন চট্টগ্রামের এবং একজন বরিশালের।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে ৩১৬ জনই রাজধানীর বাসিন্দা। এ ছাড়া ঢাকার আশপাশে ১৯৬ জন, চট্টগ্রামে ১৫১ জন, খুলনায় ১০১ জন, বরিশালে ৬৫ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৩৩ জন, এবং ময়মনসিংহে ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে।

সব মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। আক্রান্ত হয়ে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।