বিসিবির হাতে খুব বেশি বিকল্পও ছিল না । টি- টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে যে দু-তিন জনের নাম ছিল আলোচনার টেবিলে তাতে সবার উপরে ছিলেন লিটন দাস। তার নেতৃত্বেই আরব-আমিরাত ও পাকিস্তানে টি- টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম রবিবার বিকেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা।
টি- টোয়েন্টির অধিনায়ক পদ থেকে নাজমুল হোসেন শান্ত সরে দাড়ানোর ঘোষণার পর এই ফরমেটের জন্য নতুন অধিনায়কের খোঁজে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত সেই তালিকা থেকে লিটন দাসের ওপরও তারা আস্থা রাখছে।
লিটন দাস এর আগেও আর্ন্তজাতিক টি- টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন। সর্বশেষ যে টি- টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলেছে তাতে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন লিটন দাসই। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সেই টি- টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল ৩-০ ব্যবধানে।
লিটন অবশ্য এখন আঙ্গুলের ইনজুরিতে রয়েছেন। চোট সারানোর প্রক্রিয়া চলছে তার। পাকিস্তান ক্রিকেট লিগে (পিসিএল) মাঠে নামার আগেই অনুশীলনে চোট পান। সেই চোটেই তার পিসিএলে আর খেলা হয়ে উঠেনি। দেশে ফিরে চোট সারানোর প্রক্রিয়ায় ক্রিকেট থেকে বিশ্রামে থাকতে হয় তাকে। সেই চোট কাটিয়ে উঠেছেন লিটন দাস। ৬ মে সোমবারই স্কিল ট্রেনিংয়ে ফিরছেন তিনি বলে জানিয়েছে বিসিবি। জাতীয় দলের হয়ে লিটনের ৯৫টি টি- টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
চলতি মাসেই বাংলাদেশ দল আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি- টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। পাকিস্তানে ৫ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে নামার আগে প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আমিরাতে ১৭ ও ১৯ মে শারজায় হবে আমিরাতের সঙ্গে ম্যাচ দুটি। এরপর পাকিস্তানে ৫ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নামবে ২৫ মে। পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে হবে এই সিরিজটি।