যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইতিহাসের সেরা সেলসম্যান’ বলে কটাক্ষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-পর্বে ট্রাম্প এ কথা বলেছিলেন।

তিনি বলেন, ‘জেলেনস্কিকে এখানে দেখলাম। আমার মতে, ইতিহাসের সেরা সেলসম্যান হলেন জেলেনস্কি। যখনই সে আমাদের দেশে আসে, তখনই ৬০ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে চলে যান। বিলিয়ন! ৬০ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে চলে যান। জেলেনস্কি চান যে জো বাইডেন বা কমলা হ্যারিসরা নির্বাচনে জিতে যান। কিন্তু আমি আলাদাভাবে কাজ করব।’

সে সময় ট্রাম্প বলেছিলেন, ‘আমি শান্তি ফেরানোর চেষ্টা করব। আমি যদি এই নির্বাচনে জিতি, তাহলে নব-নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবেই আমি প্রথম যে কাজটা করব, সেটা হল যে জেলেনস্কিকে ফোন করব এবং প্রেসিডেন্ট পুতিনকে ফোন করব। আর বলব যে আপনাদের একটা চুক্তি করতেই হবে। এটা অভাবনীয়।

আর সেই প্রতিশ্রুতি মতোই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেই পুতিনকে ফোন করেছেন ট্রাম্প। অবশ্য ট্রাম্পকে নির্বাচনে জেতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন পুতিন।

বৃহস্পতিবার দক্ষিণ রাশিয়ার সোচি থেকে ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি পুতিন বলেন, তিনি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছেন।