সেদিনের কথা তার বউয়ের ভাইয়ের বিয়ে ছিলো। কিন্তু সেদিন সে বিয়েতে যায়নি! কারণ রাশিফলে ঐ দিন সড়ক দূর্ঘটনার কথা লেখা আছে। নাসির নিজে মেষ রাশির হওয়ায় সে অন্যের রাশি নিয়েও বেশ চিন্তিত, কারণ মেষ রাশির বন্ধুত্ব সবার সঙ্গে হয় না।
তাছাড়া নাসির মনে প্রাণে রাশি বিশ্বাস করে। এমনকি পোশাক পরিচ্ছদও নির্বাচন করে রাশিফলের উপর ভিত্তি করে। এ নিয়ে বউয়ের সঙ্গে তার ঝগড়া লেগেই থাকে।
একদিন তার রাশিফলে লেখা থাকে, আজকে তার দিনটি ব্যবসার জন্য উত্তম এবং আজকে যতো টাকা সে ব্যবসায় বিনিয়োগ করবে, তার দ্বিগুণ লাভ হবে। যেই ভাবা সেই কাজ। নাসির শেয়ার মার্কেটে প্রচুর টাকা বিনিয়োগ করে বসে। কিন্তু ফলাফল আসে উল্টো। শেয়ার মার্কেটে ধ্বস নামে। তার এই সব কর্মকান্ড সহ্য করতে না পেরে বউ তাকে রেখে চলে যায়। এরপর নানা ঘটনা ঘটবে ‘মেষ রাশি’ নামের ঈদ ধারাবাহিক নাটকে।
‘মেষ রাশি’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা আদিবাসী মিজান। নাটকে নাসির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান। এছাড়াও আরো অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, আরফান আহমেদ, মনিরা মিঠু, তাবাসসুম মিথিলাসহ অনেকে।
নির্মাতা আদিবাসী মিজান জানান, ঈদের সাতদিন সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে ৭ পর্বের বিশেষ এই ধারাবাহিক নাটকটি।