বেগম খালেদা জিয়াকে এখন ওষুধ দিয়ে চিকিৎসা করা হলেও বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে ওষুধের বাইরে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য আর কী চি‌কিৎসা দেওয়া যায়- সে‌ উদ্যোগও নিচ্ছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে লন্ডনের বিশেষায়িত প্রাইভেট হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সা‌মনে সাংবা‌দিকদের সঙ্গে খালেদা জিয়ার চি‌কিৎসার সর্বশেষ প‌রি‌স্থি‌তি নিয়ে এ কথা বলেন বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হোসেন। এ সময় যুক্তরাজ্য বিএন‌পির নেতারা উপ‌স্থিত ছিলেন।

ডা. এজেডএম জা‌হিদ হোসেন বলেন, আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক, লন্ডন ও বাংলাদেশের চি‌কিৎসকদের সমন্বয়ে গ‌ঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যগত সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। আ‌রও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আগামী দুই-একদিনের মধ্যে তাকে দেখবেন।

তিনি বলেন, ম্যাডামকে এখন ওষুধ দিয়ে লিভার, কিড‌নি, ডায়বে‌টিস, প্রেশার, আর্থরাইটিস ও হার্টের জন্য চিকিৎসা করা হ‌চ্ছে। ওষুধের বাইরে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে আর কীভাবে একই ছাদের নিচে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সবচেয়ে ভাল চি‌কিৎসা দেওয়া যায়- সে‌টি করতে তারা উদ্যোগ গ্রহণ করবেন। তার আগে মে‌ডিক‌্যাল বোর্ডের কয়েকজন এক্সটেন্ডেড মেম্বার আছেন, তারাও মতামত দেবেন। সে অনুযায়ী তার (খালেদা জিয়ার) চি‌কিৎসা চলবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক আরও বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বন্দি থাকার কারণে, সুচিকিৎসা কম পাওয়ার কারণে, বাইরে নিতে না পারার জন্য যা হয়েছে সব‌কিছু বিবেচনায় রেখেই চি‌কিৎসকরা প‌রিকল্পনা করছেন।