অধরাই থেকে গেলো কোহলির আইপিএল জয়ের স্বপ্ন। উত্তেজনাপূর্ণ প্রথম এলিমিনেটরে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। ফাইনাল নিশ্চিতের দ্বিতীয় কোয়ালিফায়ারে রোববার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে হায়দ্রাবাদ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিংয়ে নামা আরসিবির শুরুটা ভালো হয়নি। এদিন দলের কম্বিনেশনে পরিবর্তন এনে ওপেনিংয়ে নামেন অধিনায়ক বিরাট কোহলি। তবে দুর্দান্ত ফর্মে থাকা জেসন হোল্ডারের জোড়া আঘাতে দলীয় ১৫ রানেই ফিরে যান কোহলি ও পাডিকাল। ফিঞ্চ-ডি ভিলিয়ার্সের জুটি বড় স্কোরের স্বপ্ন দেখায় আরসিবিকে। তবে ফিঞ্চ ৩২ আর ডি ভিলিয়ার্স ৫৬ রানে আউট হবার পর, ব্যর্থ হন বাকিরা।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে ব্যাঙ্গালুরু।
ছোট টার্গেট তাড়া করতে নামা হায়দ্রাবাদের শুরুটাও ভালো হয় নি। মোহাম্মদ সিরাজ প্রথম ওভারেই তুলে নেন গোস্বামীর উইকেট। ওয়ার্নার ১৭, মনীষ পান্ডে ২৪ আর গার্গ আউট হন ৭ রানে। ৬৭ রানে ৪ উইকেট হারানোর সঙ্গে বাড়তে থাকে হায়দ্রাবাদের আস্কিং রান রেট। তবে উইলিয়ামসন ও হোল্ডারের ব্যাটিং নৈপূণ্যে শেষ ওভারে জয় পায় হায়দ্রাবাদ। উইলিয়ামসন ৫০ এবং হোল্ডার অপরাজিত থাকেন ২৪ রান নিয়ে।