কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় চার মাসের অন্তঃসত্তা গৃহবধূর (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১২আগস্ট) সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে গৃহবধূ শান্তা আক্তার স্বামীর গৃহে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। মৃত গৃহবধূর স্বামী একই গ্রামের মো. আসাদ উল্লাহর ছেলে জিয়াউল ইসলাম (২৫)।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে নিহত গৃহবধূর দেবর জাহিদ ঘরের জানালা দিয়ে উকি দিয়ে দেখে ঘরের আড়ের সাথে গলায় ওড়না পেঁচানো ভাবী শান্তাকে ঝুলে আছে। পরে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে মৃতদৃহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মৃতের মা শেফালী আক্তার বলেন, তার মেয়ে চার মাসের অন্তঃসত্তা ছিল। বিয়ের পর থেকে তার মেয়েকে নানাভাবে মানসিক অত্যাচার করতো তার জামাই।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন প্রাথমিকভাবে মৃতদেহটি উদ্ধার করে বুধবার দুপুরে ময়নতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।