
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দুই হাজার ৯৬৫ জনে দাঁড়িয়েছে। আর একদিনে ১২ হাজার ৮৫৯টি নমুনা সংগ্রহ করে নতুন করে দুই হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হলেন দুই লাখ ২৬ হাজার ২২৫ জন।
দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮০১ জন। এই নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৮১৭টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ৫৮ হাজারের বেশি মানুষ কোয়ারেন্টাইনে আছেন বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

