সাদা পোশাকে হারের কালো দাগ যেন টাইগারদের নিত্যসঙ্গী। আরও একবার সম্ভাবনা জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানের হার। নিজেদের ব্যটিং ব্যর্থতায় ২০১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যদিও চতুর্থ দিনে দারুণ বোলিংয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে নাগালে পেয়েছিল টাইগাররা।

অ্যান্টিগা টেস্টের ৫ম দিনের শুরুতেই অলআউট হয় বাংলাদেশ দল। খুব বেশি লড়াইটাও করতে পারেনি টাইগাররা।

ম্যাচ শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলেন, ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। যেভাবে খেলা উচিৎ ছিল ব্যাটাররা হিসেবে সেভাবে খেলতে পারিনি। বোলাররা খুবই ভালো করেছে। কিছু জায়গায় আরও ভালো করা যেত।

তিনি বলেন, বড় পার্টনারশিপ হয়নি। অল্প অল্প পার্টনারশিপ হয়েছে, ৩০, ৪০, ৫০ রানের। ১০০-১২০ রানের পার্টনারশিপ হলে অন্যরকম খেলা হতো। চারশর কাছাকাছি গেলে খেলা সহজ হয়ে যেত। দ্বিতীয় ইনিংসে ওদের দেড়শ রানে অলআউট করে দিয়েছি। এই ঘাটতিগুলো ঠিক করলে ভালো হবে।’

তিনি আরও বলেন, পরের ম্যাচে চেষ্টা করব উন্নতি করে নতুন করে আসার জন্য। জ্যামাইকাতে নতুন কন্ডিশন, নতুন পিচ। পিচ ও কন্ডিশন দেখে একাদশ সাজানোর চেষ্টা করব। ভুলগুলো কোথায় করেছি এসব নিয়ে কাজ করার চেষ্টা করব।