​টেলিভিশনের ৩ জনপ্রিয় অভিনেত্রী যখন একই ফ্রেমে হাজির হন, তখন ধামাকা তো হবেই। এবার তেমনই দমদার ধামাকা করলেন তৃণা সাহা, রুকমা রায় এবং প্রিয়াঙ্কা মিত্র।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন তৃণা সাহা। যেখানে রুকমা রায় এবং প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। কাপুর অ্যন্ড সন্স-এর ‘লড়কি বিউটিফুল, কর গ্যায়ি চুল’-এর ধুনে নাচতে দেখা যায় ৩ জনকে। তৃণা যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন, মুহূর্তের মধ্যে তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি নীল ভট্টাচার্যের সঙ্গে শুট করতে দেখা যায় তৃণা সাহাকে। মনের মানুষের সঙ্গে ফটোশুট এবং ভিডিয়ো শুট করার সময় তৃণা যে খুব খুশি, তা নীলের সঙ্গে তাঁর রসায়ন দেখলেই বেশ স্পষ্ট হয়ে যায়।