আসরে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে এখনো জয়ের দেখা পায়নি জিনেদিন জিদানের দল। তাই চাপে থেকেই নিজেদের মাঠে নেরাজ্জুরিদের বিপক্ষে লড়বে লস ব্ল্যাঙ্কোরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
তিন দশক পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে বিদায়ের ঘণ্টা বাজছে রিয়াল মাদ্রিদের। আসরের সবচেয়ে সফল দলটার চলতি মৌসুমে হতশ্রী দশা।
শাখতার দোনেৎস্কের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করা জিদান শিষ্যরা, জয়ের দেখা পায়নি মনশেনগ্লাডবাখের বিপক্ষেও। অবস্থা এমন, ইন্টারের বিপক্ষে হারলে গ্রুপপর্ব থেকে বিদায়ের পথে অনেকটাই এগিয়ে যাবে মাদ্রিদের রাজারা।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নির্ভার থাকার সব চেষ্টাই করছে রিয়াল। হাসিমুখেই রামোস-মার্সেলো-বেনজেমাদের অনুশীলনে দেখা যায়। চাপের মুখেই বেরিয়ে আসে মাদ্রিদিস্তানদের সেরাটা, এমন হুঁশিয়ারি দিয়ে রাখছে প্রতিপক্ষকে।
তবে রিয়ালের ভাগ্যটাও যে খুব একটা সুপ্রসন্ন না। কোভিডের কারণে এডার মিলিতাও ছিটকে গেছেন। চোটের কারণে নেই দানি কারভাহাল-নাচোরা। তবে জিদানকে ভরসা দিচ্ছে এডেন হ্যাজার্ডের দলে ফেরা। যদিও গণমাধ্যমে গুঞ্জন ম্যাচ হারলে চাকরি হারাবেন জিদান। অবশ্য বরাবরেই মতোই এসব ভাবাচ্ছে না রিয়াল বসকে। ম্যাচেই পূর্ণ মনযোগ এই ফ্রেঞ্চম্যানের।
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, ইন্টারের বিপক্ষে আমাদের ম্যাচটা ফাইনালের মতো। তবে আমরা প্রতি ম্যাচের আগে এভাবেই প্রস্তুতি নিয়ে থাকি। ইন্টার মিলান শক্তিশালী দল। আমরা চেষ্টা করব তিন পয়েন্ট তুলে নেয়ার। ইতিবাচক মানসিকতা নিয়ে আমরা মাঠে নামতে চাই।
রিয়ালের বিপক্ষে অতীত পরিসংখ্যান আশা দেখাবে ইন্টার সমর্থকদের। সাবেক ক্লাব সতীর্থ জিদানের দলের বিপক্ষে লড়াইয়ের আগে কোচ অ্যান্তনিও কন্তে একাদশ নিয়ে আছেন দুশ্চিন্তায়। দলের সেরা স্ট্রাইকার রোমেলু লুকাকু চোটের কারণে ছিটকে গেছেন।
কোভিড থেকে সুস্থ হয়ে মিলান স্ক্রিনিয়ার ফিরলেও তার খেলা নিয়ে আছে সংশয়। তাই শেষ ৬ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া নেরাজ্জুরিদের মাদ্রিদ থেকে জয় নিয়ে ফেরাটা একটু কঠিনই হবে।