মহামারি করোনাভাইরাস ঠেকাতে ইতালিতে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ। রোববার (২৭ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের প্রায় ১০ হাজার ডোজের প্রথম ধাপে ভ্যাকসিন আসার পর তা প্রয়োগ শুরু করে ইতালি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভ্যাকসিন প্রয়োগের অংশ হিসেবে ইতালিতেও তা প্রয়োগ শুরু হয়।

ইতালিতে প্রথম প্রয়োগ হওয়া ভ্যাকসিনের ৯ হাজার ৭৫০ ডোজ বড়দিনের গভীর রাতে সালভো ডি’অ্যাকুইস্টো সামরিক ঘাঁটিতে পৌঁছায়। সেখান থেকে ভ্যাকসিনের প্রথম ব্যাচের একটি ভ্যান পুলিশ গাড়ি নিয়ে রোমের স্প্যালানজানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোববার রোমের লাজারো স্পালানজানি জাতীয় ইনস্টিটিউটের ২৯ বছর বয়সী স্বাস্থ্যকর্মী ক্লাউদিয়া আলভেরোনিনি প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন। এরপরে দেশটির বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তা গ্রহণ করেন।

ইতালি সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্বাস্থ্যকর্মী এবং নার্সিংহোমের বয়স্ক বাসিন্দাদের প্রথম দিকে এই করোনা ভ্যাকসিন দেওয়া হবে। পরে ৬০ থেকে ৭০ বছর বয়সী এবং যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তাদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

তৃতীয় ধাপে বিদ্যালয়ের কর্মী, পুলিশ বাহিনীর সদস্য এবং কারাকর্মীদের টিকা দেওয়া হবে। তারপর সাধারণ জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগ করবে ইতালি।

ইতালিতে মহামারি করোনা ভাইরাসে এখন আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৫৯ জন, মৃতের সংখ্যা ৭১ হাজার ৬২০ জন আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৩ লাখ ৮৬ হাজার ১৯৮ জন করোনা রোগী।