ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বুবলী দীর্ঘদিন অন্তরালে থেকে হঠাৎ ইউটিউব চ্যানেল খোলার মধ্য দিয়ে আলোতে এসেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বুবলী তার ইউটিউব চ্যানেল খুলেছেন এবং তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম বুবলী। হঠাৎ ইউটিউব চ্যানেল খোলার কারণ জানালেন তিনি?

এ বিষয়ে বুবলী গণমাধ্যমকে বলেন, ইউটিউবে আসার পরিকল্পনা ছিল আরও আগেই। সময় সুযোগের অভাবে হয়ে ওঠেনি। এবার নেমে পড়লাম।

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পাওয়া যায় না এটা নিয়ে সবসময় অনেকে আমাকে টেক্সট পাঠায়। দর্শক ও আমাকে যারা পছন্দ করেন তাদের সাথে যুক্ত থাকতেই ইউটিউবে এবার সক্রিয় হলাম। নতুন বছর ভেরিফায়েড পেজ, ইনস্টাগ্রামের পর এবার ইউটিউবেও দর্শকরা আমার নিয়মিত আপডেট পাবেন।

তিনি বলেন, আমার নামে ভুয়া ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে নানান বিভ্রান্তি ছড়ানো হতো। তাই ভেরিফাইড পেজ থেকে সব অরজিনাল লিংক শেয়ার করা হয়েছে এমনকি ইউটিউবে আসার পর এখানেও বিব্রত হয়েছি। দেখলাম আমার নামে অনেক চ্যানেল রয়েছে। যেগুলোর কোনটার সঙ্গে আমি জড়িত নই।

তিনি আরো বলেন, যে চ্যানেলগুলো থেকে ভুল তথ্য সরবরাহ করা হচ্ছে দর্শকদের ওই চ্যানেলগুলো সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

ব্যক্তিগত ব্লগ, সিনেমার প্রমোশন, শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন, সামাজিক সচেতনতামূলক ভিডিওসহ বিভিন্ন বিষয়ে ব্যক্তিগত মতামত থাকবে ইউটিউব চ্যানেলে- এমনটাই জানান বুবলী।