নিজস্ব প্রতিবেক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশিকে দেশে ফিরতে হবে না। তারা সে দেশেই কাজ করতে পারবেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

মো. তৌহিদ হোসেন বলেন, ৫৭জন বাংলাদেশিকে ক্ষমা করে দেয়া হয়েছে বিশেষভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কারণে। উনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন।

তিনি আরও বলেন, এসব বাংলাদেশিকে দেশে আসতে হবে না। সে দেশেই কাজ করতে পারবেন। বিভিন্ন দেশে আইন ভঙ্গের কারণে অনেকে জেলে আছেন। তাদেরকে মুক্ত করার চেষ্টা চলছে।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত ১৯জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিরা বিক্ষোভ প্রদর্শন করলে ৫৭জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটি।