বিনোদন ডেস্ক: ভারতীয় গণমাধ্যমগুলো সম্প্রতি একটি খবর প্রকাশ করেছিল যে,‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত ছবি ‘আদিপুরুষ’ সিনেমায় ‘সীতা’ চরিত্র অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আর সেই সিনেমায় জনপ্রিয় নায়ক প্রভাস ‘রাম’ হয়ে ধরা দেবেন। তবে সেই খবরকে গুজব বললেন আনুশকা।
এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘আদিপুরুষ সিনেমা নিয়ে যে খবর ছড়িয়েছে সেটি নিতান্তই গুজব। আমি এখনো সিনেমাটিতে চুক্তিবদ্ধ হইনি। আপাতত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবো না। হাতের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে চাই। তবে আগামী বছরের শুটিং হবে এমন কোনো সিনেমা হলে তাতে কাজ করতে আপত্তি নেই।’
তার এই পরিকল্পনাটি তিনি স্বামী বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেই গ্রহণ করেছেন। সামনের দিনগুলোতে তিনি নিজেদের অনাগত সন্তানকে নিয়েই মনযোগী থাকতে চান।
এদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আনুশকা শর্মা গত ২৭ অগস্ট লেখেন, ‘অবশেষে আমরা ৩ জন হতে যাচ্ছি।’
জানান, ২০২১ সালের জানুয়ারিতে মা হচ্ছেন আনুশকা। ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুই দিগন্তের তারকা আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এ যুগল প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। একে অন্যের শক্তির উৎস এ তারকা-যুগল। ২০১৮ সালে মুক্তি পায় আনুশকা শর্মার সর্বশেষ সিনেমা ‘জিরো’। বক্স অফিসে আক্ষরিক অর্থেই জিরো হয়েছিল এই সিনেমা। যদিও তার সেরেব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাই ভিন্দার চরিত্রটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর আর বড় পর্দায় দেখা মেলেনি এই অভিনেত্রীর। সর্বশেষ বুলবুল ছবিটি প্রযোজনা করে আলোচিত হন আনুশকা।