বিশ্বজুড়ে করোনাভাইরাসেরে আক্রান্তর বাড়ছে, একইসঙ্গে চলছে এই রোগের টিকা আবিষ্কারের চেষ্টা। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এর মধ্যে কয়েকটি টিকার সফল অগ্রগতিও হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান ২০২১ সালের প্রথম চার মাসের আগে করোনার টিকা পাওয়ার প্রত্যাশা না করার আহ্বান জানিয়েছেন।

বুধবার মাইক রায়ান বলেছেন, করোনার টিকার অগ্রগতি নিয়ে আমরা বেশ সন্তুষ্ট। বেশ কয়েকটি টিকা তৃতীয় ধাপে আছে, ট্রায়াল চলছে। এগুলোর একটাও এখনো ব্যর্থ হয়নি। সবগুলোই মানবদেহের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম। খবর এনডিটিভি

তিনি বলেন, প্রকৃত সত্য হলো এই টিকাগুলো বিশ্বব্যাপী সহজলভ্য হতে ২০২১ সালের প্রথম অংশ লেগে যাবে। এরপর হয়তো দেখবো যে বিশ্বের সকল মানুষই করোনার টিকা পাচ্ছে।

যত দ্রুত করোনার টিকা সহজলভ্য হবে, মানুষের জন্য ততটাই মঙ্গল। কারণ করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ১৩৮ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭১ হাজার জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৯৩ লাখ ৪৮ হাজার ৭৬১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।