হামজা চৌধুরী গত ২৭ জানুয়ারি লেস্টার সিটি থেকে মৌসুমের বাকি সময়ের জন্য ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন। বাংলাদেশের এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার দলে যোগ দেওয়ার পর ইংলিশ চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে আছে শেফিল্ড।

পয়েন্ট টেবিলের আগামী মৌসুমে দ্বিতীয় স্থানে থাকা দলটির ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা উজ্জ্বল। বিপরীতে হামজাকে ছাড়া রীতিমতো দুঃস্বপ্নের প্রহর পার করছে লেস্টার। ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের মুখে থাকা দলটির হতাশাজনক অধ্যায়ের যেন কোনো শেষ নেই।

অবিশ্বাস্যভাবে হামজা দল ছাড়ার পর প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচে হারার পাশাপাশি কোনো গোল করতে পারেনি লেস্টার! প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা গোল না করে এত ম্যাচ হারার নজির নেই আর কোনো ক্লাবের।

হামজার দলবদলের আগেরদিন ২৬ জানুয়ারি টটেনহামের মাঠে ২-১ গোলের জয়ের পর আর গোল করতে পারেনি লেস্টার। এরপর গোলের স্বাদ ভুলতে বসা দলটি শুধু হেরেই চলেছে। সবশেষ সোমবার রাতে ঘরের মাঠে নিউক্যাসলের কাছে ৩-০ গোলে হেরে অবনমনের দুয়ারে পৌঁছে গেছে রুড ফন নিস্টলরয়ের দল।