রাশেদ সীমান্ত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তের স্ত্রী হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন। স্ত্রীকে খুঁজে না পাওয়ায় থানায় জিডি, রাস্তায় রাস্তায় মাইকিং করেছেন তিনি। এমনকি স্ত্রীর ছবিসহ পোস্টার লাগিয়েও কোনো কাজ হচ্ছে না।

যদিও পুলিশ অভিনেতার স্ত্রীকে খুঁজে পেতে পুরোদমে কাজ করছে, তবুও কোনো ক্লু পাচ্ছে না তারা। সন্দেহের তালিকায় মুদি দোকানদার, লন্ড্রি দোকানদার, ড্রাইভারসহ আশপাশের নানা পেশার মানুষ রযেছে।

এদিকে স্ত্রীর খোঁজে রাশেদ সীমান্ত এক রকম পাগলপ্রায় হয়ে গেছেন। স্ত্রীর পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। জানতে চাইছেন, তার স্ত্রীর কোনো খোঁজ কেউ পেয়েছেন কি না।

তবে মজার বিষয় হলো ঘটনাটি বাস্তবে নয়, নাটকে। নাটকটির নাম ‘বউ নিখোঁজ’। সুবাতা রাহিক জারিফার গল্পে ও ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। আর প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

ওটিটি প্লাটফরম ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের জন্য নির্মিত নাটকটিতে অহনা রহমান, সোহাগসহ অনেকেই অভিনয় করেছেন।

এ বিষয়ে রাশেদ সীমান্ত বলেন, বৈবাহিক জীবনে আমরা অনেকেই মনে করি বিয়ে করে কি ঠিক কাজটিই করলাম? কিন্তু সঠিক জীবনসঙ্গীকে কি আমরা পাই? যদি জীবন থেকে জীবনসঙ্গী হারিয়ে যায়, তাহলে একটা মানুষের জীবনে কি কি প্রভাব পড়ে তাই-ই দেখানো হয়েছে এই নাটকে।

তিনি বলেন, নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।