মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলেই থাকতে হবে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ঈদুল আজহার ছুটি বর্ধিত করা হবে না, অর্থাৎ ছুটি তিনদিনই থাকবে।
জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী এবার ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে।
সে অনুযায়ী, ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)। এক্ষেত্রেও ছুটির দুদিন চলে যাচ্ছে।