
দিনাজপুরের ঘোড়াঘাট কর্মরত ইউএনও ওয়াহিদা খানম এখন সম্পূর্ণ জ্ঞানে আছেন এবং সবাইকে চিনতে পারছেন। তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে, তার শরীরের ডান পাশ এখনো অবশ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
ওয়াহিদার চিকিৎসক বলেন, রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে। কথাও বলছে। আঘাতের আগের অবস্থান মনে করতে পারছেন।
এদিকে, ওয়াহিদাকে দেখতে গিয়ে নিউরো সায়েন্স হাসপাতালে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, থেরাপির মাধ্যমে আস্তে আস্তে সম্পূর্ণ সেরে উঠবেন ইউএনও।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগী ভাল আছেন অনেকাংশে। ডান দিকের অংশ অবশ হয়ে আছে। থেরাপির মাধ্যমে সময়ের সাথে এটাও ভাল হয়ে যাবে।

