
বিমানবাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাহিনীর প্রধান বলেন, বিমানবাহিনীর অপারেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গত দেড় বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরুদায়িত্ব পালন করেছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। দেশের যেকোনও প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বানও জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

