বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন অফিসের সামনে দুদিন বিরতি দিয়ে ফের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তাঁবু টানিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এর আগে জেলা নির্বাচন অফিসের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

নেতাকর্মীরা জানান, দুর্গাপূজার সময় হরতাল-অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হলেও নির্বাচন অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ অব্যাহত থাকবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, দুর্গাপূজা ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে হরতালের কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। তবে উচ্চ আদালত ইতোমধ্যে ১০ দিনের রুল জারি করেছেন। যতদিন পর্যন্ত চারটি আসন ফিরে না পাব, ততদিন আন্দোলন চলবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ-আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, চারটি আসন বহালের দাবিতে আমরা আন্দোলনের ডাক দিয়েছি। এ কর্মসূচি পালন করছে জনগণ। বাগেরহাটের সাধারণ জনগণের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হলে দুর্গাপূজার পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে আন্দোলন শুরু হয়। চার আসন বহালের দাবিতে তারা নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেন। কিন্তু ৪ সেপ্টেম্বর কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে।