ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও টালিউড অভিনেতা দীপক অধিকারী( দেব) প্রেমের কথা সবাই কম বেশি জানেন। বহু বছর পরে আবার এক সঙ্গে জুটি বেঁধেছেন তারা।
সম্প্রতি তাদের অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে।মুক্তির পরেরই কলকাতা ছাড়লেন শুভশ্রী। মুম্বাইয়ে অবস্থান করছেন তিনি। সেখানে একাই সময় কাটাতে হচ্ছে এই অভিনেত্রী। বন্ধুকে সঙ্গ দিতে শুভশ্রীর বাড়ি পৌঁছেছেন অভিনেত্রী মৌনি রায়।
কলকাতার মেয়ে হলেও অভিনয় সূত্রে থাকেন মুম্বাইয়ে। আর শুভশ্রীকে একা সময় কাটাতে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি মৌনি, সোজা পৌঁছে যান বন্ধুর বাড়িতে। দুজনে মিলে কাটালেন বেশ খানিকটা সময়। চলল আড্ডা আর খুনসুটি।
সামাজিক মাধ্যমে বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন— ‘আমার বন্ধু ওয়ান অ্যান্ড অনলি মৌনি রায়।’
ছবিটি ভীষণ সুন্দর কারণ ছবির নেপথ্যে দেখতে পাওয়া যাচ্ছে গোধূলির মেঘলা আকাশ, সঙ্গে দিগন্ত বিস্তৃত সমুদ্র। ব্যালকনিতে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় দুই অভিনেত্রীকে। বেশ কিছু বাজে ছবিও দেখা যায়। মৌনি রায় শুভশ্রীকে কিস করছেন। আর এই নিয়েই নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড়।
কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত সিনেমা ‘গৃহপ্রবেশ’, যেখানে অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছেন সিনেমাপ্রেমী দর্শকরা। এরপরই ৯ বছরের অপেক্ষা শেষে মুক্তি পায় ‘ধূমকেতু’। এ মুহূর্তে গোটা ভারতবর্ষজুড়ে রমরমিয়ে চলছে দেব-শুভশ্রীর এ সিনেমাটি। এ সাফল্যের মাঝেই একটি কাজের বিষয়ে মুম্বাইয়ে গিয়েছিলেন অভিনেত্রী, তবে আপাতত সেই কাজ স্থগিত রয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে।
অন্যদিকে বাঙালি অভিনেত্রী হলেও মুম্বাইয়ের মাটিতে নিজের মাটি শক্ত করেছেন মৌনি রায়। ‘নাগিন’ ধারাবাহিকে অসাধারণ সাফল্যের পর তিনি ‘দেব কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত’ সিনেমায় মৌনির অভিনয় ছিল প্রশংসার যোগ্য।