খেলা ডেস্ক: করোনা পরবর্তী ক্রিকেটে বেশ কিছু নিয়ম-কানুনের পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক। এরিমধ্যে বেশকিছু পরিবর্তন জমা পড়েছে আইসিসির দপ্তরে। আরটিভি।
কদিন পরেই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক সিরিজ। ঐতিহাসিক বলার কারণ, করোনার এই সময়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন বলেই।
এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল পৌঁছেছে যুক্তরাজ্যে। এছাড়াও দেশে রেখে গেছে ১১ সদস্যের এরেকটি দল।
এই সিরিজের সূচী চূড়ান্তের আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আইসিসিকে প্রস্তাব দেয়, করোনা আক্রান্ত খেলোয়াড়ের জন্য বদলি খেলোয়াড়ের। আসন্ন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ থেকেই চালু হবে করোনা বদলি খেলোয়াড়ের নিয়ম।
গত কদিন ধরে এনিয়ে কোনো সিদ্ধান্ত না আসলেও আজ মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানায়, শুধু টেস্টে করোনা বদলি খেলোয়াড় থাকবে। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এছাড়াও আইসিসির নতুন নিয়মে বলা হয়েছে, প্রতি ইনিংসে অসাবধানতাবসত দুইবার থুথু লাগানো যাবে বলে। এর বেশি হলে ৫ রান কাঁটা যাবে।